বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) আলুর উন্নয়নে প্রচলিত প্রজনন এবং জীবপ্রযুক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের জীব প্রযুক্তি শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মশালা গাজীপুরস্থ ওই কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
বারি’র পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এস. এম. শরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) মো. হাবিবুর রহমান শেখ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. নাজিরুল ইসলাম। কর্মশালায় কন্দাল ফসল গবেষণায় জীবপ্রযুক্তির কার্যক্রম ও এর ভবিষ্যত নিয়ে বিস্তারিত আলোচনা করেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোশারফ হোসেন মোল্লা।
কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব বলেন, বর্তমানে আলুতে আমরা স্বয়ংসম্পূর্ণ, এটা আমাদের জন্য আশীর্বাদ। অনেক সময় দাম কম হলেও ফলন বেশী হয় বলে কৃষকের আলু চাষ করতে বেশি আগ্রহী। তবে এখন আমাদের নতুন জাতের চেয়ে ভাল মানের আলু উৎপাদন করতে হবে। আর এক্ষেত্রে আমরা জীব প্রযুক্তি বা টিস্যু কালচারের সাহায্য নিতে পারি। প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে পারে এমন জাতের আলু উৎপাদন বিষয়ে গবেষণা আমাদের করতে হবে। তাই আমি আশা করি এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা এসব বিষয়ে সম্যক জ্ঞান লাভ করবেন।
কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে প্রশিক্ষণে বারি’র বিভিন্ন কেন্দ্র, উপ-কেন্দ্র ও বিভাগের ২৬ জন বিজ্ঞানী এতে অংশগ্রহণ করেন।
মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।