নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেন থেকে নামিয়ে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে সাবেক স্বামী জালাল উদ্দিনের বিরুদ্ধে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে ইউএনবি’র একটি খবরে বলা হয়।
ভুক্তিভোগী নারী জানান, নাটোর সদরে নিজের কর্মস্থল থেকে রবিবার সন্ধ্যায় ট্রেনে নলডাঙ্গায় যান তিনি। কিন্তু ট্রেন থেকে নামার সময় সাবেক স্বামী জালাল উদ্দিনসহ কয়েকজন মুখ চেপে তাকে ট্রেনের পেছনের দরজা দিয়ে জোর করে টেনে হিঁচরে নামিয়ে পাশের মাঠে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত নারীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।