পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কুয়েতে মানব পাচারের সঙ্গে বাংলাদেশের একজন সাংসদের যুক্ততার খবরটিকে ‘ফেক নিউজ’ হিসেবে অভিহিত করেছেন।
আজ রোববার পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এমনটাই দাবি করেন।
বাংলাদেশের এক সাংসদের কুয়েতে মানব পাচার–সংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এ নিয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমরা শুনেছি যে এটা ফেক নিউজ। আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের মিশন ওখান থেকে কোনো খবর দেয়নি। আমরা এখনো কিছু জানি না। এটা বোধ হয় কোনো একটি পত্রিকায় বের হয়েছিল। পরবর্তী সময়ে ওই পত্রিকাই বলেছে এর সত্যতা সম্পর্কে সন্দেহ আছে।