বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে ( জুলাই- ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর পূর্ব নীট লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা। আজ সংসদে সরকারি দলের সাংসদ আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, গত অর্থ বছরে বিমানের নীট লাভ হয়েছে ২১৭ কোটি ৮০ লাখ টাকা। এ সময় সংস্থাটির মোট আয় হয় ৫ হজার ৭৯৫ টাকা। ব্যয় হয় ৫ হাজার ৭৭৭ কোটি ১০ লাখ টাকা।
তিনি আরো জানান বর্তমানে বাংলাদেশ বিমানের মোট ১৮ টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১২টি নিজস্ব আর ৬টি লিজ করা। এসব উড়োজাহাজ দিয়ে আন্তর্জাতিক ১২টি রুটে ১৭দেশে এবং অভ্যন্তরীণ ৭টি রুটে পরিচালনা করা হচ্ছে। মাহবুব আলী জানান বিমানের টিকেট ক্রয় বিক্রয়ে আধুনিক ব্যবস্থা চালু করা হয়েছে। এর অংশ হিসাবে বিমান এয়ারলাইন্স নামে একটি মোবাইল এ্যাপস চালু করা হয়েছে।