কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় ৫ নারী পর্যটকের মৃত্যু

0
0

পর্যটকবাহী দুটি ইঞ্জিনচালিত নৌকা (বোট) পাশাপাশি চলছিল। এক বোট থেকে অন্য বোটে কামরাঙ্গা ছুড়ে দিচ্ছিলেন নারী পর্যটকরা। এগুলো ধরতে গিয়ে নৌকার কিনারে চলে আসেন আরোহীরা। ফলে একদিকে কাত হয়েই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৫ নারী পর্যটকের প্রাণহানি ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এই প্রতিবেদককে এমন তথ্য জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। এর আগে শুক্রবার বিকালে এক জরুরি সভায় জেলা প্রশাসক বলেছিলেন, মূলত দুর্ঘটনার সময় পাশাপাশি দুটি বোট চলছিল। এক বোট থেকে অন্য বোটে কামরাঙ্গা দিতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। আমি নিজে উপস্থিত থেকে কাপ্তাই লেকে ৫ নারীর লাশ উদ্ধার দেখেছি।

কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় ৫ নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় তৎপর হয়ে উঠেছে রাঙামাটি জেলা প্রশাসন। দীর্ঘদিনের ‘ঢিলেঢালা’ মনোভাব পরিহার করে নৌভ্রমণে বেশ ‘কড়াকড়ি’ আরোপ করেছে। নৌপথে ঝুঁকি ও দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।

রাঙামাটির কাপ্তাই হ্রদে চলাচলকারী সব ট্যুরিস্ট বোটের ছাদ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বোটের ছাদে ভ্রমণ, লাইফ জ্যাকেটবিহীন ভ্রমণ, বোটে অতিরিক্ত যাত্রী ওঠানামা করা এবং ফিটনেসবিহীন লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারিসহ লঞ্চ ও বোট মালিকদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পর্যটকবাহী বোট, লঞ্চ ও বাসে উচ্চস্বরে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত কার্যকর করতে শনিবার সকাল থেকেই জেলা শহরের চারটি বোট ঘাটে ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক ফায়ার সার্ভিস, নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও পিডব্লিউর কর্মীরা উপস্থিত থেকে তদারকি করবেন।

ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর : নৌকাডুবির ঘটনায় নিহত ৫ জনের মরদেহ স্বজন ও সহকর্মীদের কাছে শুক্রবার রাতে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় রাঙামাটি কোতোয়ালি থানায় ‘অপমৃত্যু মামলা’ করা হয়েছে নিহতদের পরিবারের পক্ষ থেকে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের স্বজনকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কাপ্তাইয়ে মা-ছেলে এখনো নিখোঁজ : কাপ্তাইয়ে তীর্থ ভ্রমণে নৌকাডুবির ঘটনায় দেবলিনা দে (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার। তবে একই ঘটনায় মা টুম্পা মজুমদার (৩০) ও তার ছেলে বিজয় মজুমদার (৫) এখনো নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকালে চট্টগ্রাম শহরের নন্দনকানন রাধামাধব মন্দির থেকে ‘ইসকন’-এর অনুসারী ১২৭ জন কাপ্তাইয়ের শীলছড়ি তীর্থ ভ্রমণে আসেন। দুপুর ১২টার দিকে কর্ণফুলী নদী থেকে ইদ্রিসের বাগান হয়ে তীরে তড়িঘড়ি করে উঠতে গিয়ে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হন। পরে কাপ্তাই ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, গতকাল ভোর থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা শুরু হয়। দিনের আলো শেষ হয়ে গেলে আগামীকাল আবারও অভিযান চলবে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here