বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা এসেছে জিম্বাবুয়ে দল। শনিবার বিকাল পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সফরকারীদের টেস্ট স্কোয়াডের সদস্যরা।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায় আসতে পারেননি সাদা পোশাকে দলটির নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। তাই ক্রেইগ আরভিনের অধিনায়কত্বে খেলবেন রোডেশিওরা। দুই দিনের প্রস্তুতি ম্যাচে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিসিবি একাদশের বিপক্ষে নিজেদের ঝালাই করবে জিম্বাবুয়ে। ২২ তারিখে সফরের একমাত্র টেস্ট শুরু হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে সিলেটে। মিরপুরে দুটি টি-টোয়িন্টি দিয়ে শেষ হবে জিম্বাবুয়ের সফর।
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাবা, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনদোভু, ভিক্টর নায়ুচি, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা।