কোয়ারেন্টাইনে অবস্থানরত চীন ফেরত বাংলাদেশিদের বাড়ি পাঠানো হবে

0
0

রাজধানীর উত্তরার আশকোনা হজক্যাম্পে অস্থায়ীভাবে নির্মিত কোয়ারেন্টাইন কেন্দ্রে চীনফেরত বাংলাদেশিদের ১৪ দিনের ইনকিউবেশন সময় আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। পর্যায়ক্রমে তাদের আজ ও কাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বাড়ি পাঠানো হবে। তবে সেখানে সাংবাদিকরা অবস্থান করতে পারবেন না।

মহাখালীতে আইইডিসিআর এর আফিসে করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে সংবাদ সম্মেলনে শনিবার এসব তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।সংবাদ সম্মেলনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘কোয়ারেন্টাইন শেষ করা উহানফেরত ৩১২ নাগরিকের ব্যক্তিগত পরিচয় গোপন রাখা আমাদের সবার দায়িত্ব। স্পর্শকাতর এই জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবাইকে সংবেদনশীলতার সঙ্গে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি মোকাবিলায় আমরা শুরু থেকেই সাংবাদিকদের সহযোগিতা পেয়ে আসছি। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞ।’

গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গোপনীয়তা রক্ষা করতে না পারলে, যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা সামাজিকভাবে হেনস্তার শিকার হতে পারেন। প্রকাশিত সংবাদে এক শিক্ষার্থীর নাম-ঠিকানা, এমনকি ছবিও দেখেছি। আপনাদের প্রতি আহ্বান, এ বিষয়ে একটু খেয়াল রাখবেন; প্রচার-প্রচারণার কারণে কেউ যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না হন।’ এর আগে একাধিকবার কোভিড-১৯ পরীক্ষা করার জন্য যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বা হবে তাদের নাম-ঠিকানা এবং ছবি প্রকাশ না করারও আহ্বান জানিয়েছে আইইডিসিআর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here