রাজধানীর উত্তরার আশকোনা হজক্যাম্পে অস্থায়ীভাবে নির্মিত কোয়ারেন্টাইন কেন্দ্রে চীনফেরত বাংলাদেশিদের ১৪ দিনের ইনকিউবেশন সময় আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। পর্যায়ক্রমে তাদের আজ ও কাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বাড়ি পাঠানো হবে। তবে সেখানে সাংবাদিকরা অবস্থান করতে পারবেন না।
মহাখালীতে আইইডিসিআর এর আফিসে করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে সংবাদ সম্মেলনে শনিবার এসব তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।সংবাদ সম্মেলনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘কোয়ারেন্টাইন শেষ করা উহানফেরত ৩১২ নাগরিকের ব্যক্তিগত পরিচয় গোপন রাখা আমাদের সবার দায়িত্ব। স্পর্শকাতর এই জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবাইকে সংবেদনশীলতার সঙ্গে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি মোকাবিলায় আমরা শুরু থেকেই সাংবাদিকদের সহযোগিতা পেয়ে আসছি। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞ।’