১লা ফাগুন ভাষাসৈনিক গাজীউল হকের ৯১তম জন্মদিন

আগামীকাল ১লা ফাগুন ১৪ ফেব্রুয়ারি ভাষাসৈনিক এডভোকেট আ.ন.ম গাজীউল হকের ৯১তম জন্মদিন। আ.ন.ম গাজীউল হকের জন্মদিন উপলক্ষ্যে বগুড়া শহরের নামাজঘর এলাকায় ‘ভাষা নীড়’ তাঁর মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল এবং গাজীউল বিদ্যাপীঠ প্রাঙ্গণে আলোচনা সভাসহ অস্ট্রেলিয়ার সিডনীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আ.ন.ম গাজীউল হক ১৯২৯ সালের বাংলা ১৩৩৫ সালের ১লা ফাগুন ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন নিশ্চিন্তা গ্রামে জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই তিনি ছাত্র রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। ১৯৪২ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে তিনি ইউনিয়ন জ্যাক পতাকার প্রতি অসম্মান প্রদর্শন এবং ইউনিয়ন জ্যাক পতাকা ছিড়ে ফেলার অপরাধে হাজত বাস করেন।

দূরন্ত কিশোরকে নিয়ে তাঁর পিতা মাওলানা সিরাজুল হক চিন্তিত হয়ে যান। পরবর্তীতে তাঁর স্কুল শিক্ষকের পরামর্শে তাঁকে নিরাপত্তার জন্য বগুড়া শহরে স্থানান্তর করা হয়।

বাড়ীর পাশের মক্তব থেকে তাঁর শিক্ষা জীবন। ১৯৩৫ সালে দু’টাকার হাজী মহসিন বৃত্তি নিয়ে নি¤œ প্রাইমারি পাশ এবং কাশীপুর উচ্চ প্রাইমারি স্কুলে ভর্তি। ১৯৩৭ সালে চার টাকার বৃত্তি নিয়ে ছাগলনাইয়া হাইস্কুলে ভর্তির পরই ক্রমাগত প্রতিবাদী হয়ে উঠেন।

পরবর্তীতে ভর্তি করা হয় বগুড়া জেলা স্কুলে। ১৯৪৬ সালে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে আই.এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হন। বগুড়া থাকাকালীন এবং ঢাকায় বিশ^বিদ্যালয়ে এসে তিনি ভিষণভাবে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে যান। ১৯৪৮ সালেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ১৯৫১ সালে ইতিহাসে অনার্স এবং ৫২ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এম.এ পাশ করেন। অবশ্য ছাত্র রাজনীতির অপরাধে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর এম.এ ডিগ্রী কেড়ে নিয়েছিলেন। পরবর্তীতে অনেক চাপের মধ্যে তা আবার ফিরিয়ে দেন। ৫২ সালের ঐতিহাসিক আমতলার জনসভায় সভাপতিত্ব করেন এবং ১৪৪ ধারা ভঙ্গের নির্দেশ দেন।

১৯৫২ সাল থেকে তাঁর উপর নানা ধরনের নির্যাতন বেড়ে যায় এবং দীর্ঘদিন কারাগারে কাটাতে হয়। কারাগার থেকে জানতে পারেন পিতার মৃত্যুর খবর। সে সময় তাঁকে প্যারোলে মুক্তি দেয়া হয়।

বিভিন্ন আন্দোলনে তাঁকে বারবার কারাগার বরণ করতে হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এর জুলুম-নির্যাতনের মধ্যেই আইন পেশায় উত্তীর্ণ হন। নি¤œ আদালত থেকে উচ্চ আদালতে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন। ১৯৭২ সালে হাইকোর্ট এবং সুপ্রীমকোর্টে খ্যাতনামা আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পান। ১৯৫৭ সালে বগুড়ার খ্যাতনামা আইনবিদ জালাল উদ্দীন আহম্মেদ এর তৃতীয় কন্যা জাহানারা বেগম এলিনাকে বিয়ে করেন। আ.ন.ম গাজীউল হক উচ্চ আদালতে বাংলা প্রচলন নিয়েও অনেক সংগ্রাম করে সফল হন। তিনি ছিলেন কবি, গীতিকার এবং অসংখ্য বইয়ের লেখক।

(নাসিম আনোয়ার)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here