আকবররা বিশ্বকাপ এনে দিয়েছে এবার শাকিবদের পালা?

0
0

৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবারের দিনটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি স্মরণীয় দিন। চির স্মরণীয় এ কারণে যে, এই দিনটিতেই যে বাংলাদেশের ক্রিকেটের সবচে বড় সাফল্যটি ধরা দিয়েছে। সাউথ আফ্রিকায় অনুষ্ঠেয় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক আকবরের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। মাশরাফি-মাহমুদুল্লাহ বড় ভাইয়েরা যেটা পারেনি সেটা ছোট ভাই আকবর-রকিবুলরা সেটা করিয়ে দেখিয়েছে। শাব্বাশ পুচকে বাহিনী শাব্বাশ।

অনেক সময় অভিভাবকদের স্বপ্ন থাকে বাড়ির বড় ছেলেকে নিজেদের পছন্দ মতো ডাক্তার-ইঞ্জিনিয়ারসহ আরও বড় কিছু হিসেবে গড়ে তুলবেন কিন্তু দেখা যায় বড়রা অভিভাবকদের সেই স্বপ্ন পূরণ করতে অক্ষমতার পরিচয় দেয়। অন্যদিকে অনেক সময়ই দেখা যায়, বাড়ির ছোট ছেলেকে যার দিকে বিশেষ কোন নজরই দেয়া হয়নি সেই তারাই কিনা বাবা-মা’র স্বপ্ন বাস্তবে পূরণ করে দেখায়? সেই রকমই ঘটনাই ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে।

এতো দিন বড়রা তামিম-শাকিব-মুশফিক-মাহমুদুল্লাহরা বিশ্বকাপ জয়ের যে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছুতে সংগ্রাম করে যাচ্ছিলেন, সফল হতে পারছিলেন না কিন্তু ছোটরা সেই লক্ষ্যে পৌঁছে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন! এই পুচকে ছোটরাই বিশ্বকাপ জিতলেন? আকবররা যখন বিশ্বকাপ খেলতে যায়, ছিল না কোন প্রচার, ছিল না অন্য কারও উচ্ছ্বাস। জাতীয় দল যখন বিশ্বকাপ খেলতে যায় চারিদিকে একটা শোরগোল পড়ে যায়, আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে তখন ক্রিকেটারা। কিন্তু আকবররা যখন বিশ্বকাপ খেলতে যায় তখন কি তাদেরকে নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের মতো এতো মাতামাতি ছিল? ছিল না। সেই তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞানকরা পুচকেরাই বিশ্বকাপ জয়ী দেশের কাতারে বাংলাদেশের নাম লিখিয়ে দিলো? ভাবা যায়? ধন্য করেছো তোমরা সবাইকে। অভিনন্দন তোমাদেরকে, প্রাণঢালা অভিনন্দন।

বাংলাদেশের ক্রিকেটের এই সাফল্য একদিনে আসেনি। অনেক সংগ্রাম করতে হয়েছে। ১৯৮৬ সালের এশিয়া কাপে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে। ১৯৯৭ সাল থেকেই বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে এবং ২০০০ সালের ২৬ জুন দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি’র সদস্যপদ লাভ করে এবং ঐ বছরের ১০ থেকে ১৪ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ তাদের অভিষেক টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষে।

ফুটবলকে পেছনে ফেলে খেলাধূলায় বাংলাদেশে মূলত ক্রিকেটের জোয়ার সৃষ্টি হয় ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পাওয়ার মধ্য দিয়ে। ১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি’র চ্যাম্পিয়নশীপে ক্রিকেট ম্যাচের ধারাবিবরণী তখন টিভিতে সরাসরি দেখার সৌভাগ্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের হয়ে ওঠেনি। রেডিওতে ক্রিকেটের ধারাবিবরণী শুনে চার-ছয়ের উত্তেজনাপূর্ণ আনন্দ উপভোগ করতে হয়েছে। মনে আছে, জনপ্রিয় ধারাভাষ্যকারের কণ্ঠস্বর- ‘সুপ্রিয় দর্শকশ্রোতা আমি চৌধুরী জাফরউল্লাহ শরাফত মালয়েশিয়ার কিলাতক্লাব মাঠ হতে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। এইমাত্র খেলা শুরু হলো। ব্যাট করছেন বাংলাদেশের দলের দুই ড্যাশিং ওপেনার, বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্ববরেণ্য ব্যাটসম্যান জাবেদ ওমর বেলিম এবং নির্ভরযোগ্য, বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্ববরেণ্য ব্যাটসম্যান আতাহার আলী খান। এইমাত্র ড্যাশিং ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল একটি দর্শনীয় চার মারলেন। বিশ্বনন্দিত ব্যাটসম্যান আকরাম খান সজোরে ব্যাট চালালেন, বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যাচ্ছে সীমার দিকে, পেছনে পেছনে ছুটছেন প্রতিপক্ষ দলের ফিল্ডার, কিন্তু আটকাতে পারলেন না, চাররর রান! এই রানের সুবাদে আকরাম খান পৌঁছে গেলেন ৪০-এ…..। আইসিসি ট্রফির সেই ফাইনাল ম্যাচে বাংলাদেশের গ্রেট ক্রিকেটার আকরাম খান খেলেছিলেন অতিমানবীয় একটা ইনিংস। সাইফুল ইসলামের সাথে গড়েছিলেন অসাধারণ একটি জুটি। আকরাম খান ম্যাচ জিতিয়ে বিশ্বকাপে বাংলাদেশের নাম লিখিয়ে তবেই তিনি ফিরেছিলেন এবং পুরো জাতিকে আনন্দে ভাসিয়েছিলেন। যেটা ক্রিকেটপ্রেমী জনগণ কোনওদিন ভুলবেন না। আজকে একথা নিঃসন্দেহেই বলা যায়, এতদিন বিশ্বপরিমন্ডলে বাংলাদেশকে যারা চিনতো না তারা ক্রিকেটের কল্যাণে বাংলাদেশকে চিনেছে। বিশ্বদরবারের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশের ক্রিকেট।

আইসিসি’র ট্রফি জেতার আনন্দ এবং সেই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সৌভাগ্য অর্জনে পুরো জাতি আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিলেন। আনন্দের আতিশয্যে ক্রিকেটপ্রেমি বাঙ্গালী গ্রামে-গঞ্জে-বন্দরে-শহরে সবাই রাস্তায় নেমে এসেছিলেন। আনন্দ মিছিল, থালা-বাটি ইত্যাদি বাজিয়ে, রং মেখে, ধুলোবালি-কাদায় লুটোপুটি খেয়ে সেদিন একাকার হয়ে গিয়েছিল পুরো জাতি।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটাররা আজ রবিবার ঢাকায় অবতরণ করেছে। এ কারণে বীর ক্রিকেটারদের সংবর্ধনা দিতে সকাল থেকেই ক্রিকেটপ্রেমীরা বিমানবন্দরে ভিড় করতে থাকে। হাজার হাজার ক্রিকেটপ্রেমী বিমানবন্দর হতে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত ঢাক-ঢোল পিটিয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। আজকের দিনের এই আনন্দ পুরনো দিনের সেইসব আনন্দ-উৎসবের কথাই আবার মনে করিয়ে দিয়েছে।

জীবিতাবস্থায় বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে দেখে যেতে পারলাম এটা জীবনে একটা পরম পাওয়া। বাংলাদেশের যুবারা আমাদের সে আশা পূরণ করেছে। হোক অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ তাতে কিছু যায়-আসে না, বিশ্বকাপতো? তাও আবার ভারতের বিপক্ষে? আনন্দটাই আলাদা।

জাতীয় দলের ক্রিকেটারদের কাছে আমাদের প্রত্যাশাটা আরও বেড়ে গেল। বাংলাদেশের যুবা দলের ক্রিকেটার আকবর, জয়, হৃদয়, ইমন, তানজিদ, শামীম, রাকিবুলরা বিশ্বকাপ এনে দিয়েছে এবার জাতীয় দলের শাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাদের পালা?

মোঃ সাহাবুর রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here