রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে তথ্য সংগ্রহ ফরম বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি। এছাড়াও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর ছাত্রদল, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, ছাত্রদল হচ্ছে বিএনপি’র হার্ট। কারণ ছাত্রদলই পারে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে পরিবর্তন ঘটাতে। সে লক্ষে ছাত্রদলের সাংগঠনিক কর্মকা- গতিশীল করতে নতুন করে ছাত্রদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, এই সরকারের ঘৃন্য ও প্রতিহিংসার রাজনীতির কারণে বেগম খালেদা জিয়া দুই বছর ধরে কারাগারে আছেন। তিনি কারাগারে থাকায় অনির্বাচিত বর্তমান সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। জনগণকে খোলা কারাগারে বন্দী করে রখেছে। গণতন্ত্র ও বাক স্বাধীনতা বিনষ্ট করে লুটপাটের দেশে পরিণত করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এই সকল অন্যায়ের প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতন্ত্রের মানষকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ছাত্রদলকে সুসংগঠিত হওয়ার পরামর্শ দেন তিনি। সেইসাথে আগামীতে বেগম জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহবার জানান প্রধান অতিথি। বক্তব্য শেষে ছাত্রদের মধ্যে তথ্য সংগ্রহ ফরম বিতরণ করেন তিনি।