সবকিছুতে ভুল ধরা বিএনপির বদঅভ্যাস : পাবনায় তথ্যমন্ত্রী

0
29

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বিএনপি অংকে ভুল করে বাহুল্য প্যাঁচাল পারছে। তিনি বলেন মির্জা ফকরুল ইসলাম যেভাবে কথা বলেছেন তাতে মনে হয় বেসরকারি সংস্থার অর্থ সরকারি কোষাগারে নেয়া হবে। বিষয়টি তা নয়। এগুলো সরকারের বিভিন্ন সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে নেয়ার জন্য সংসদে বিল পাস হয়েছে। এটি নি:সন্দেহে একটি ভাল আইন। এর মাধ্যমে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে। আসলে সবকিছুতে ভুল ধরা বিএনপির বদঅভ্যাসে পরিণত হয়েছে। বিএনপিকে এই বদঅভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। শুক্রবার সকাল ১১টায় পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তথ্য মন্ত্রী।

সিটি নির্বাচেন ভোটারের উপস্থিতি কমের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী এ সময় গণমাধ্যমকে বলেন, সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে, সেইসাথে নির্বাচনকে আন্দোলনের অংশ বলায় জনগনের মাঝে ভীতি ও আশঙ্কা ছিল। যার কারণে ভোটার উপস্থিতি কম ছিলো। আসলে বিএনপি অংকে ভুল করেছে।

কামাল সিদ্দিকী, পাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here