নয়াপল্টনে বিএনপির মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

0
20

সা‌বেক প্রধানমন্ত্রী, কারাবন্দী বিএন‌পির চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার কারাবাসের দুই বছর উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনটি ট্রাক পাশাপাশি রেখে সমাবেশের মঞ্চও তৈরি করেছে দলটি।

দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। এ জন্য বেলা সাড়ে ১১টা থেকে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেন। এখন পর্যন্ত দলের কোনও সিনিয়র নেতাকে দেখা যায়নি সমাবেশ মঞ্চের আশপাশে। তবে দুপুর ১২টার দিকে নয়াপল্টন কার্যালয়ে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সিনিয়র নেতারা জানান, জনসভা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কাছ থেকে মৌখিত অনুমতি পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান বেগম জিয়া। গত দশ মাস ধরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী। বেগম জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৪টি মামলাতেই জামিনে রয়েছেন তিনি। মুক্তি পেতে হলে তাকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে জামিন নিতে হবে। কারাবন্দি হওয়ার পর আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মু্ক্ত করার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি দলটি। দুই বছর পর আজকের সমাবেশে বিএনপি নেতারা কী ঘোষণা দেন সেটাই এখন দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here