নারী শিক্ষার জন্য আন্দোলন করা সমাজকর্মী মালালা ইউসুফজাইকে গুলি করার অপরাধে দণ্ডিত তালেবান নেতা পাকিস্তানের জেল থেকে পালিয়েছে। ওই তালেবান নেতার নাম এহসানউল্লাহ এহসান। গতকাল শুক্রবার ওই তালেবান নেতার এক অডিও বার্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
মার্কিন সংবাদমাদ্যম ‘নিউইয়র্ক টাইমস’ এর খবরে বলা হয়, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন তালেবান নেতা এহসানউল্লাহ এহসান। ওই অডিও বার্তায় তিনি দাবি করেন , ২০১৭ সালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার একটি গোপন চুক্তি হয়েছিল। তবে সেই চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তাই গত ১১ জানুয়ারি তিনি জেল থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।
অডিওতে তিনি আরও বলেন, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে আমার একটি চুক্তি হয়েছিল। সে চুক্তি অনুযায়ী আমি ২০১৭ সালে আত্মসমর্পণ করেছিলাম। চুক্তিতে বলা হয়েছিল আমাকে এবং আমার সহযোগীকে তিন বছর আটক রাখার পর ছেড়ে দেওয়া হবে। আমি গত তিন বছর ধৈর্য্যসহকারে অপেক্ষা করেছি। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতি রক্ষা না করায় গত ১১ জানুয়ারি তিনি জেল থেকে পালিয়েছেন।