করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ৪৯২, ২৫ দেশে আক্রান্ত সাড়ে ২৪ হাজার, আরও বেশ কয়েকটি চীনা শহরকে বিচ্ছিন্ন করা হয়েছে বুধবার। ফলে সবমিলিয়ে ৬ কোটি মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বেশ কয়েকটি দেশে এমন রোগী পাওয়া গেছে যাদের শরীরে থাকা জীবানু চীন থেকে আসেনি।
এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় চীনের উহানে মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবারই প্রথম দফার চালান পৌঁছায়। চীন প্রথমে এই সহায়তা নিতে রাজি না হলেও পরে মানবিক কারণে নিতে রাজি হয়। এদিকে উহানে ভ্রমণ করেও যেব ব্যক্তি মিথ্যা বলছেন, তাদের গ্রেপ্তার করতে শুরু করেছে চীনা পুলিশ। পুলিশের অভিযোগ, এসব ব্যক্তি জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। এদিকে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া একজন করোনা ভাইরাসের রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ২২ জানুয়ারি উহান থেকে দেশে ফিরলে তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। ২৪ জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
নিজেদের ২৭ হাজার কর্মচারীকে বিনা বেতনে ছুটি নেবার আহ্বান জানিয়েছেন হংকং এর প্রধানতম বিমানসংস্থা ক্যাথেপ্যাসেফিক এয়ারওয়েজ। তারা বলছে করোনা ভাইরাস থেকে রক্ষায় মার্চ থেকে জুন পর্যন্ত এই ৩ মাসের ছুটি খুবই জরুরি।