ঠাকুরগাঁওয়ে সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে করনীয় শীর্ষক মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে সহিংসতামুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে ৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সংস্থার এরিয়া প্রোগ্রাম ক্লাস্টারের এপিসিএম অরবিন্দু সিলভেস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিম,
আঞ্চলিক এ্যডভোকেসি এবং শিশু সুরক্ষা সমন্বয়কারী জামাল উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সংস্থার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের যে কোন ধরনের সহিংসতা রোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

গৌতম চন্দ্র বর্মন
ঠাকুরগাঁও প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here