টেকসই উন্নয়ন অভীষ্ট -৩ “সকল বয়সী সব মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ” এর আলোকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পাবনা এর মাধ্যমে প্রতীক মহিলা ও শিশু সংস্থার আয়োজনে পাবনা সদর উপজেলার ৫টি ইউনিয়নে ভ্রাম্যমান ওয়ান স্টপ মোবাইল থেরাপী প্রদান করা হয়।
সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়ন, দোগাছী ইউনিয়ন, চর তারাপুর ইউনিয়ন, গয়েশপুর ইউনিয়ন এবং মালঞ্চি ইউনিয়নে ২ দিন করে মোট ১০ দিন ব্যাপী বিনামূল্যে অস্বচ্ছল ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এ সব ভ্রাম্যমান ওয়ান স্টপ মোবাইল থেরাপী প্রদান করা হয়। ৩৯৮ জন শারীরিক প্রতিবন্ধী, ৭০ জন সেরিব্রাল পালসি, ৪৮ জন বাক প্রতিবন্ধী, ৩৬ জন শ্রবণ প্রতিবন্ধী, ৩৫ জন অটিজম, ২৬ জন বুুদ্ধি প্রতিবন্ধী, ২৫ জন দৃষ্টি প্রতিবন্ধী, ২০ জন মানসিক সমস্যা জনিত প্রতিবন্ধী, ১৯ জন ডাউন সিন্ড্রম এবং ১২ জন বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট ৬৮৯ জন প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন ধরণের সেবা গ্রহণ করেন। ফিজিও থেরাপী, অপটিক্যাল থেরাপী, স্পিস এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপী, আই ট্রিটমেন্ট, হিয়ারিং ট্রিটমেন্ট, মেন্টাল ট্রিটমেন্ট এবং কাউন্সিলিংসহ প্রায় ১৭৩৯ টি সেবা তাদেরকে প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
হিমাইতপুর ইউনিয়ন পরিষদে থেরাপী কার্যক্রম উদ্ধোধন করেন হিমায়েতপুর ইউনিয়েনের চেয়ারম্যান মো: আলাউদ্দিন মালিথা । তিনি তার বক্তব্যে বলেন, গ্রামাঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ ধরনের থেরাপী কার্যক্রম অত্যন্ত জরুরী। দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান মো: আলী আহসান কার্যক্রম পরিদর্শন করতে এসে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক সক্ষমতা উন্নয়নে থেরাপী প্রদান করা অপরিসীম। চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: রবিউল হক টুটুল কার্যক্রম উদ্ধোধন করেন বলেন, প্রতিবন্ধীবান্ধব সরকারের গৃহিত সেবা এখন প্রতিবন্ধী ব্যক্তিদের ঘরে ঘরে পৌছে যাচ্ছে। আয়োজকদের আমি এ কার্যক্রম চলমান রাখার জন্য আহ্বান জানাচ্ছি। গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুতাহার হোসেন মুতাই থেরাপী কার্যক্রম উদ্ধোধন করে বলেন সরকারের এ শুভ কার্যক্রম প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ করে দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের উপকারে আসবে।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পাবনা এর কনসালট্যান্ট (ফিজিও) ডা: আছমা-উল-হুসনা, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট ডা: শামিমা নাসরিন, ফিজিওথেরাপিষ্ট মো: সবুজ মিয়া, থেরাপী সহকারী মো: আব্দুল আওয়াল, টেকনিশিয়ান-১ বি এ এম মাহমুদুন্নবী, টেকনিশিয়ান -২ মো: জয়নাল আবেদিন, স্টাফ এস এম তারিকুজ্জামানসহ পাবনা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি থেরাপী প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন। ভ্রাম্যমান ওয়ান স্টপ মোবাইল থেরাপী প্রদান কার্যক্রম মনিটরিং করেন পাবনা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: মনসুর আলী এবং কার্যক্রমটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজন সংস্থার নির্বাহী পরিচালক এস এম সাইফুর রহমান।
কামাল সিদ্দিকী, পাবনা।