‘কুর্মিটোলা হাসপাতালে থাকা ৭ জনের দেহে করোনাভাইরাস নেই’

0
0

প্রাণঘাতি করোনাভাইরাসের আতঙ্কের মুখে চীনের উহান শহর থেকে আসা ৩১২ বাংলাদেশির মধ্যে যে সাত জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের দেহে এ ভাইরাস পাওয়া যায়নি। আজ সোমবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘রোববার রাতে আমরা তাদের সবার রিপোর্ট হাতে পেয়েছি। তাদের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি। রিপোর্ট নেগেটিভ এসেছে।’

সংবাদ সম্মেলনে আইইডিসিআর’র পরিচালক বলেন, ‘কুর্মিটোলার জেনারেল হাসপাতাল থেকে সাতজনকে আমরা হজ ক্যাম্পে ফিরিয়ে এনেছি। তবে হজ ক্যাম্পে থাকা একজনের শরীরে জ্বর থাকায় তাকে আবার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।’

ডা. ফ্লোরা আরও বলেন, ‘সিএমএইচে যে নারী ছিলেন তার সঙ্গে এক বছরের সন্তান থাকায় তাকে সেখানেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।’ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here