করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র আতঙ্ক ছড়াচ্ছে: চীন

0
0

করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়বে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। গত দুই সপ্তাহের মধ্যে যারা চীন সফর করেছে তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবে না বলেও ঘোষণা দেয়। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এই সংকটে সাহায্যের প্রস্তাব দেয়ার পরিবর্তে বরং আতঙ্ক ছড়াচ্ছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে প্রথম দেশ যারা চীনাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে এবং চীন থেকে তাদের দূতাবাসের কিছু কর্মীকে সরিয়ে নিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ, যাদের কীনা মহামারী ঠেকানোর শক্তিশালী ব্যবস্থা আছে, তারাই কীনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ না মেনে মাত্রাতিরিক্ত বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছিল যে, সীমান্ত বন্ধ করে দিলে ভাইরাসের সংক্রমণ আরও দ্রুত ছড়াবে, কারণ তখন লোকজন অন্যপথে বিভিন্ন দেশে ঢোকার চেষ্টা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here