রাতেই দেশে ফিরছে উহানে থাকা বাংলাদেশিরা

0
0

করোনাভাইরাসে আক্রান্ত চীনের উহান প্রদেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বিমানবন্দরে নেওয়া হচ্ছে। তাদের আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ উহানের পথে শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা থেকে রওনা হয়েছে। রাতেই তারা দেশে ফিরবেন বলে জানা গেছে। আজ (শুক্রবার) সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, চীন থেকে দেশে ফিরতে ১৯টি পরিবার, ১৮জন শিশু এবং দুই বছরের কম বয়সী দুই শিশুসহ ৩৬১ জন নিবন্ধন করেছে।

দেশে ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের তালিকা তৈরির সঙ্গে যুক্ত গবেষক ড. রেজা সুলতানুজ্জামান জানান, উহানের ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২১টি থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা ফেরত আসছেন। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাসে করে শিক্ষার্থীরা উহানের বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছেন। চীনের স্থানীয় সময় রাত ১২টায় ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ডিজিএম তাহেরা খন্দকার জানান, যে উড়োজাহাজটি উহানে রওনা হয়েছে তাতে আসন আছে ৪১৯টি। বাংলাদেশ সময় রাত ২টায় তারা ঢাকায় পৌঁছাবেন বলে আমরা আশা করছি। গত এক মাসে কেবল চীনেই দশ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২১৩ জনের। চীনের বাইরে আরও ১৮ দেশে প্রায় একশ মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। কয়েক জায়গায় মানুষ থেকে মানুষে ছড়ানোর খবর আসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করোনাভাইরাসের এ প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ঘোষণা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here