যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

0
67

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। উপজেলার চর শ্রীরামপুর এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- লাল মিয়া (৫০) রফিকুল ইসলাম(৫৫), সাহারা বানু (৬২)ও রাবিয়া খাতুন। তারা সবাই উজানচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের মরদেহ উদ্ধার করে মমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পরে উপজেলার চর শ্রীরামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। এ সময় গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে মমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here