মাদারীপুরে অগ্নিকান্ডে ৪টি ঘর পুরে ছাই’ ১০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি॥

0
39

মাদারীপুরের কালকিনিতে গভীর রাতে অগ্নিকান্ডে ৪ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ১০লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। শুক্রবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে রান্নাঘর থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, মাদারীপুরে কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকার সূর্যমনি গ্রামের কৃষক আনোয়ার ঢালীর রান্নাঘর থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে ছরিয়ে পরে। রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্ঠা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক আনোয়ার ঢালীর বসতঘর, একটি রান্নাঘর ও একই বাড়ির মন্নান ঢালীর বসতঘর ও তার একটি রান্নাঘরসহ ৪টি ঘর পুরে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ১০লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে।

ভূক্তভোগী আনোয়ার ঢালী কান্না জরিত কণ্ঠে বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো।
ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বলেন, আগুনে তাদের দু’জনের প্রায় ১০লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাবরীন জেরীন,মাদারীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here