প্রতারক ছেলের কাছে অসহায় পিতা

0
0

জীবনের কষ্টার্জিত টাকায় উত্তরায় ৬তলা বাড়ি করেছিলেন প্রবাসী বাংলাদেশী কাজী নাজিম উদ্দিন। সেই বাড়িটিই যেন এখন নিজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। হয়েছে বেদখল। নিয়মিত পাচ্ছেন প্রাণনাশের হুমকিও। এমন ঘটনার কারিগর আবার তার নিজেরই ছেলে কাজী জাবের উদ্দিন ও তার স্ত্রী কামরুন নাহার লিপি। ছেলে ও তার বউয়ের কাছে যেন অসহায় বাবা কাজী নাজিম উদ্দিন। নিজের নিরপাত্ত¡াহীনতায় তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরীর আবেদনও করতে হয়েছে তাকে।
জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় জিডি করেন কাজী নাজিম উদ্দিন। জিডি নং- ২১০৪। ছেলে কাজী জাবের উদ্দিন ও তার স্ত্রী কামরুন নাহার লিপির বিরুদ্ধে করা জিডিতে তিনি বলেন, ‘উক্ত বিবাদীদ্বয় ক্ষমতার অপব্যবহার করে আমার কষ্টার্জিত টাকায় ৭ নং সেক্টরস্থ ৩৫ নং রোডের ১৯নং প্লটে নির্মিত ৬তলা বাসার বৈধ ভাড়াটিয়া উচ্ছেদ পূর্বক অবৈধভাবে দখল করিয়াছে। আমি এ বিষয়ে বিবাদীদ্বয়ের সঙ্গে কথা বললে বিবাদীদ্বয় আমাকে প্রাণনাসহ বিভিন্ন ধরনের গালিগালাজসহ হুমকি প্রদান করে। গত ১৮/০৯/১৯ ইং তারিখে আমি বিবাদীদ্বয়কে অবৈধ দখল হতে চলে যেতে বললে তারা সন্ত্রাসী ও অসামাজিক করবে বলে জানায়। অদ্য ৩০/০৯/১৯ তারিখে ১ নং বিবাদী আমার আÍীয়ের মাধ্যমে উলে­খিত ঠিকানার বাসায় যাইতে বলে। বিষয়টি আমার নিকট পরিকল্পিত মনে হচ্ছে এবং বিবাদীদ্বয় আমার ক্ষতি করতে পারে এরূপ নিরাপত্ত¡হীনতায় ভুগছি।’

শুধু পিতাই নয়। কাজী জাবেরের কাছে অসহায় তার ভাই কাজী জাফর উদ্দিনও। জীবনের নিরাপত্ত¡ার জন্য ভাইয়ে বিরুদ্ধে তিনিও জিডি করেছিলেন। গত বছরের ১১ এপ্রিল উত্তরা থানায় করা তার জিডি নং ৭৮৩। জিডিতে তিনি উলে­খ করেন কাজী জাবের ‘বিভিন্ন সন্ত্রাসী লোকজন দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জীবন নাশের হুমকি দিয়ে তাকে বাসায় ঢুকতে বাধা প্রদান করে।
এদিকে কাজী জাবের উলে­খিত বাড়িটি অবৈধ দখল করেই ক্ষান্ত হননি। তিনি সেখানে সন্ত্রাসী ও অসামাজিক কার্যকলাপ করছেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাড়িটি দখলমুক্ত করতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনেও আবেদন করেন তার পিতা কাজী নাজিম উদ্দিন। তার আবেদনের প্রেক্ষিতে হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিদের বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়। কিন্তু রাজউক উত্তরা শাখার অথোরাইডজ অফিসার সাগুফতার কারণে তা হয়নি বলে জানা গেছে।

এদিকে শুরু পিতার সঙ্গে নয়, বিভিন্ন সময় আরও মানুষের সঙ্গে প্রতারণাও করেেেছন কাজী জাবের নামের এই ব্যক্তি। আর এতে তাকে সহযোগীতা করেন তার স্ত্রী কামরুন নাহার লিপি। প্রধানমন্ত্রীর সিক্রেট সার্ভিসের গোয়েন্দা পরিচয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথে ছবি তুলে সেগুলা দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্রিটেনে ও বাংলাদেশে নানারকম প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নাম ভাঙিয়ে প্রতারণা ও জালিয়াতি করে এক প্রবাসীর এক কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্রিটিশ সম্প্রতি কাজী জাবেরকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

২০১৭ সালে এপ্রিল মাসে উক্ত জালিয়াতির ঘটনায় লন্ডনের ব্রিকলেনে একটি সংবাদ সম্মেলনে কাজী জাবেরের বিরুদ্ধে এই অভিযোগ করেন স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী ড. মো. হারুন কাদী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেছিলেন তার রেস্টুরেন্টের এক ওয়েটার কাশেমের বন্ধু হিসেবে রেস্টুরেন্টে আসা যাওয়া শুরু করে কাজী জাবের। তিনি বাংলাদেশ হাইকমিশনে প্রধানমন্ত্রীর ‘সিক্রেট সার্ভিস’র আওতায় দায়িত্বে আছেন বলে পরিচয় দেন। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তার স্ত্রী সরকারি স্কলারশিপ নিয়ে লন্ডনে পড়তে এসেছেন বলেও জানান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী এমপি লন্ডনে সফরে এলে সবার সঙ্গে ছবি তুলে তা হারুন কাদীকে দেখান। এভাবেই নিজেকে বিশেষ বাহিনীর একজন হিসেবে ড. হারুন কাদীর কাছে প্রতিষ্ঠিত করেন কাজী জাবের।

হারুন কাদী সেসময় জানান, ব্রিটেনে রিটায়ার্ড করে বাংলাদেশে গিয়ে ব্যবসা-বাণিজ্য করে স্থায়ী হওয়ার পরিকল্পনা করার কথা জানালে কাজী জাবের উদ্দিন বাংলাদেশে ঢাকার উত্তরায় একটি পারিবারিক মালিকানাধীন হোটেল বিক্রি করার কথা বলেন। গত ২৯ ডিসেম্বর তারিখে তাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে যান এবং বায়না বাবদ ৫ জানুয়ারি জাবেরের নামে স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের একটি চেকে (নম্বর ০০০৭০৯০৭৬৩) ১ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধ করেন। যা ৮ জানুয়ারি তার ব্র্যাক ব্যাংক উত্তরা শাখা থেকে জাবেরের অ্যাকাউন্টে ( নম্বর ১৫১০১০২১০৮২৭৮০০১) ক্যাশ করে নেয়। কিন্তু পরে তিনি জানতে পারেন হোটেলটি জাবেরদের পারিবারিক ব্যবসা, তার এককভাবে বিক্রি করার কোনও এখতিয়ার নাই। যদিও কাজী জাবের ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি দেখিয়েছিলেন। মূলত লন্ডনে প্রতারণা করাই তার মূল পেশা। তাই টাকা ফেরত চাইতে গেলে নানা রকম টালবাহানা শুরু করেন। এবং হোটেল বিক্রির ঘটনা অস্বীকার করেন।

তবে সেময় অভিযুক্ত কাজী জাবের সেসব বিষয় অস্বীকার করে লন্ডনে পাল্টা সংবাদ সম্মেলনও করেছিলেন। জাবের সেসময় তিনি দাবি করেছিলেন হারুণ কাদীর কাছ তার আরও দুই কোটি টাকা পাওনা রয়েছে। সেই টাকা না দিতেই নানা রকম মিথ্যাচার শুরু করেছেন হারুণ কাদী। জাবের তখন দাবি করেছিলেন- বাংলাদেশে তিনি যে চেক দিয়েছিলেন সেই চেক ভুয়া থাকায় টাকা পরিশোধ হয়নি। ইতোমধ্যে দেশে হারুন কাদীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করেছেন তিনি। বাকী টাকা পরিশোধ না করতেই তার বিরুদ্ধে নানা মিথ্যাচার করছেন হারুন কাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here