বাণিজ্য মেলার সময় বাড়ল ৪ দিন

0
0

সাধারণত জানুয়ারি মাস জুড়ে চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার মেলার মেয়াদ চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। জানুয়ারির ১ তারিখে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল। আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেলা বন্ধ থাকবে। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীদের কথা চিন্তা করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠালে বাণিজ্য মন্ত্রণালয় মেলার মেয়াদ চার দিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘আজ সোমবার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলার মেয়াদ আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এ কারণে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকবে।’

এ কর্মকর্তা জানান, আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ইপিবি’র কাছে এ সংক্রন্তি চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

এবারের মেলায় বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, দুবাই, ইতালি ও তাইওয়ানের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here