কর্মকর্তার মাথায় আঘাত করে গাজীপুরে গ্রামীন ব্যাংকের টাকা লুট

0
0

গাজীপুরের শ্রীপুরে সোমবার গ্রামীন ব্যাংকের কর্মকর্তাকে হামলা করে অর্ধলক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। হামলায় গুরুতর আহত গ্রামীন ব্যাংকের মাওনা শাখার দ্বিতীয় কর্মকর্তা আব্দুল মান্নানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়েছে।

গ্রামীন ব্যাংক ব্যবস্থাপক সাবিনা ইসলাম জানান, গ্রামীন ব্যাংকের সমিতির সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে গ্রামীন ব্যাংকের শ্রীপুরের মাওনা শাখায় ফিরছিলেন কর্মকর্তা আব্দুল মান্নান। পথে দক্ষিণ বারতোপা এলাকায় পৌঁছলে কয়েক যুবক ওই ব্যাংক কর্মকর্তাকে থামতে বলে। এসময় তিনি তার মোটর সাইকেলের গতি কমালে কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে যুবকরা। এতে তার মাথায় গভীর ক্ষত হয় এবং তিনি মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় যুবকরা আহত মান্নানের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করেন। ব্যবস্থাপক ছিনতাইকৃত টাকার পরিমাণ ৬০/৭০ হাজার বলে জানিয়েছেন। আব্দুল মান্নানের বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। তিনি এ শাখায় গত বছরের জুলাইয়ে যোগদান করেন।

শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী জানান, বিকেল পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেন নি।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here