দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মেহেরুন নেসার (রেডিও) সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজ আহমেদ মান্নাফির (ঘুড়ি) সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ। ওয়ারী থানার বনগ্রাম জুকিনগর লেনে রোববার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- থানা শ্রমিক দলের সহসাংগঠনিক সম্পাদক মো. শান্ত (৩৫), কর্মী শেখ রবিন (৪৫) ও আরজু (৪০)। ঘটনার পরপরই আহতরা অবরুদ্ধ ছিল। এক পর্যায়ে তারা ঘটনাস্থল থেকে বের হয়ে দলীয় কর্মীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
গুলিবিদ্ধ শান্তর অভিযোগ, নির্বাচনী প্রচারণার জন্য ওয়ারী বনোগ্রাম জুগিনগরের তিন নম্বর লেনে তারা অবস্থান করছিলেন তারা। এ সময় ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজ আহমেদ মান্নাফির (ঘুড়ি প্রতীক) লোকজন তাদের ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি ছোড়ে। আহত শেখ রবিন বলনে, আমরা প্রচারণার জন্য প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজের ৬০-৭০ জন সমর্থক অতর্কিত হামলা ও গুলি চালায় আমাদের ওপর। হামলার শিকার হয়ে প্রথমে আমরা অবরুদ্ধ ছিলাম, পরে হাসপাতালে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিকাল পাঁচটায় তারা ঢামেকে আসে। আহত তিনজনের মধ্যে শান্ত নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এক্সরে করার পর চিকিৎসকরা গুলির চিহ্ন পেয়েছেন। তার বাম উরুতে গুলি লেগেছে। তবে আরও দু’জন সামান্য আহত তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের ওয়ারীর বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইফতেখার আহমেদ জানান, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।