নির্বাচনী প্রচারণার সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে দক্ষিণখানের আশকোনা কাওলা রোডে এ সংঘর্ষের ঘটে। আহতরা হলেন বিমানবন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লিজাউর রহমান বিপুলসহ চারজন আহত হন। অন্যরা আহত হলেন, নজরুল ইসলাম সুজন, ইসমাইল ও লিখন। তারা উত্তরের ৪৯ নম্বর ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী ও ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের সমর্থক।
আহতদের মধ্যে সুজন ও ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সুজন বর্তমানে অ্যাপোলো হাসপাতালে এবং ইসমাইল উত্তরার সিনসিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। আহতদের অভিযোগ, নির্বাচনী প্রচারণা চালানোর সময় ঢাকা উত্তরের ৪৯ নম্বর ওয়ার্ডের সরকার মনোনীত কাউন্সিলর প্রার্থী সফিউদ্দিন মোল্লা পনুর সমর্থকরা এ হামলা চালিয়েছে।
আহতদের বরাত দিয়ে কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান নাঈম বলেন, ‘গতকাল দুপর সাড়ে ১২টার দিকে দক্ষিণখানের আশকোনা কাওলা রোডে আমার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন সমর্থকরা। এ সময় কাউন্সিলর প্রার্থী সফিউদ্দিন মোল্লা পনুর সমর্থকরা আমার দুই কর্মীকে সফিউদ্দিন মোল্লার বাড়িতে ধরে নিয়ে যায়। অন্য সমর্থকরা কর্মীদের ছাড়িয়ে আনতে গেলে সফিউদ্দিন মোল্লা পনুর সমর্থকরা অর্তকিত আমার কর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার কর্মীদের আহত করে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। ’
অভিযোগ ভিত্তিহীন দাবি করে কাউন্সিলর প্রার্থী সফিউদ্দিন মোল্লা বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো কর্মী জড়িত না। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি পক্ষ এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।’ দক্ষিণখান থানার পরিদর্শক (অপারশেন) সরোয়ার জাহান জানান, হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ভুত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।