পাবনায় ৫ দিন ব্যাপী মাইডাস্ এসএমই ট্রেড ফেয়ার ২০২০ শুরু হয়েছে। মঙ্গলবার পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন মাইডাস্ এর চেয়ারম্যান ও স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
উদ্ধোধন শেষে মাইডাসের চেয়ারম্যান ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, ক্ষুদ্র ও মাঝারী শিল্পের সম্প্রাসারণ, উদ্যোক্তাদের কাংখিত সমৃদ্ধি অর্জন, মানসম্পন্ন পণ্য উৎপাদন, উৎপাদিত পন্য বাজারজাত করণে সার্বিক সহযোগীতা করা হবে। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সাবলম্বি হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর উপর তিনি গুরুত্বারোপ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইডাস এর ব্যবস্থাপনা পরিচালক ড.এএসএম মশিউর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আখতার, পাবনা প্রেক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী প্রমুখ। উদ্বোধন শেষে তিনি মেলার সবগুলো স্টল পরিদর্শন করেন। মেলায় হস্ত ও তৈরী পোষাক শিল্পের আওতায় মেয়েদের তৈরী নানা সামগ্রী, মিনি গার্মেন্টসসহ বিভিন্ন ক্ষুদ্র শিল্প সামগ্রীর ৪১টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানান।
কামাল সিদ্দিকী, পাবনা।