নড়াইলে জমে উঠেছে ১২দিনব্যাপী সুলতান মেলা

0
0

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইলের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের সুলতান মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। সোমবার বিকালে মেলা উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে গ্রামীণ ক্রীড়া উৎসবে মহিলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ৩১-২২ পয়েন্টে জেলা মহিলা ক্রীড়াকে পরাজিত করে।

সন্ধ্যায় ‘সুলতানের তুলিতে কৃষক’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস। মেলা উপলক্ষে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে শিল্পীর জীবন ও কর্মের উপর সেমিনার, চিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে দু’শতাধিক দোকানি মেলা প্রাঙ্গণে তাদের বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের নাগোরদোলা, ট্রেন স্থাপনসহ বিভিন্ন খেলনা স্থাপন করা হয়েছে। এ মেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন কয়েক হাজার সুলতানপ্রেমী মেলার মাঠে উপস্থিত হচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here