যুবলীগের সিটি কর্পোরেশন নির্বাচনী গণসংযোগ ও সভা অনুষ্ঠিত

0
0

আজ ২০ জানুয়ারী, ২০২০ সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এর সমর্থনে খিলক্ষেত, ডুমনী, যমুনা ফিউচার পার্ক ও বরুরা এলাকার ৯৬, ১৭, ৪৮, ৪৩ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন-যুবলীগ সাবেক যুগ্ম-সম্পাদক নাসরিন জাহান শেফালী, ঢাকা মহানগর যুবলীদ দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, যুবলীগ সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন খসরু, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী চৌধুরী মানিক, মুক্তার চৌধুরী কামাল, গোলাম কিবরিয়া শামীম সহ কেন্দ্রীয়, মহানগর ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

১৫নং ওয়ার্ডের ইসিবি চত্বর, মানিকদী, মাটিকাটা বাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আসাদুল হক আসাদ এর নেতৃত্বে জনসংযোগ-পথ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন- যুবলীগ সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, সাবেক সহ-সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

মিরপুর, পল্লবীর ১৩ নং ওয়ার্ডে কেন্দ্রীয় নেতা আব্দুল মোতালেব বাদশা’র নেতৃত্বে মিছিল ও জনসংযোগ অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা সৈয়দ মাসুদুর রহমান লাবু, কাজী নাসির উদ্দিন, সৈয়দ রইসুল ইসলাম টুটুল প্রমুখ।

যুবলীগ কেন্দ্রীয় নেতা সামছুল ইসলাম পাটোয়ারী, জিল্লুর রহমান মিলন ও আফতাব খন্দকার রনির নেতৃত্বে মিরপুর-২, ৭নং ওয়ার্ডের বিভিন্নস্থানে মিছিল ও জনসংযোগ অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুর ৩১নং ওয়ার্ডে যুবলীগ সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন এর নেতৃত্বে জনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর সমর্থনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর সহধর্মিনী এডভোকেট নাহিদা সুলতানা যুথী আজ দুপুর ২টা থেকে ভিক্টরিয়া পার্ক, লক্ষ্মীবাজার, পেরিদাস রোড, কাঠেরপুল, ধুপখোলা, দিননাথ সেন রোড, স্বতিশ সরকার লেন, লোহারপুল, মনিজা রহমান স্কুল, ইষ্টার্ন ক্লাব হয়ে স্বামীবাগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

শাহবাগ থানার অন্তর্গত ওয়ার্ড সমূহে কেন্দ্রীয়, মহানগর ও ওয়ার্ড/ইউনিট নেতৃবৃন্দের সাথে আজ সন্ধ্যা ৭.০০টায় গুলিস্থানস্থ হোটেল ইমপেরিয়ালে যুবলীগ সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলুর সভাপতিত্বে ও সাবেক সহ-সম্পাদক সোহেল পারভেজ এর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক এডভোকেট বেলাল হোসাইন, সদস্য সচিব এডভোকেট মামুন-অর-রশিদ, ঢাকা-৮ আসনের সমন্বয়ক ও সাবেক যুবলীগ যুগ্ম-সম্পাদক সুব্রত পাল, সাবেক সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব এডভোকেট মামুন-অর-রশিদ, সাজ্জাদ হোসেন শাহীন, হাবিবুর রহমান পবন এর নেতৃত্বে ৩২, ৩৩, ৩৪ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।

কলাবাগান থানার ১৬,১৭ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব এডভোকেট মামুন-অর-রশিদ, সাবেক যুগ্ম-সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাছিম পাভেল, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন খোকা ও মিল্লাত হোসেন এর নেতৃত্বে জনসংযোগ ও লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর সমর্থনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুবলীগ সাবেক উপ-মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা সেফালীর নেতৃত্বে মহিলা স্পেশাল টিম গুলিস্থান, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলামটর এর বিভিন্নস্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর সমর্থনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুন্সিগঞ্জ জেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান খান ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান এর নেতৃত্বে  ৪৪,৪৫ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।

ইঞ্জিঃ মৃনালকান্দি জোয়দ্দার এর নেতৃত্বে ইঞ্জিনিয়ারদের নিয়ে মতিঝিলস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কৃষি উন্নয়ন অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here