রাশিয়ার মন্ত্রিসভার পদত্যাগ

0
0

রাশিয়ার মন্ত্রিসভা পদত্যাগ করেছে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা তাস। দিমিত্রি মেদভেদেভের মন্ত্রিসভাকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, আমি আমার জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যৌথ প্রচেষ্টা ও অর্জনে আমি সন্তুষ্ট। সবকিছু করা সম্ভব হয়নি। আসলে সবকিছু করা সম্ভব হয় না। নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত দিমিত্রি মেদভেদেভের মন্ত্রিসভাকে দায়িত্ব পালন করে যাওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

আরেকটি রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে চেক প্রজাতন্ত্র ভিত্তিক গণমাধ্যম রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি জানায়, রুশ সিকিউরিটি কাউন্সিলে ডেপুটি সেক্রেটারি পদ তৈরি করার পরিকল্পনা করছেন পুতিন। মেদভেদেভকে পদটি অফার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here