বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফার শীর্ষে বাজ পড়ার ছবি তুলেছিলেন জোহাইব আঞ্জুম নামের এক ফটোগ্রাফার। বিরল মুহূর্তের সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। ছবিটি তুলে রীতিমতো তারকা বনে গেছেন এই ফটোগ্রাফার। গত শুক্রবার সকাল থেকেই বৃষ্টি ছিল দুবাইয়ে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ছিল মেঘের গর্জনও। আকাশ ছিল কালো মেঘে ঢাকা। এমন আবহাওয়া সচরাচর দুবাইয়ে থাকেন না। তবে জোহাইবের জন্য এমন মেঘে ঢাকা দিন ছিল সৌভাগ্যের।
বুর্জ খলিফায় বাজ পড়ার দৃশ্য ফ্রেমবন্দী করার বহুদিনের স্বপ্ন ছিল জোহাইবের। টানা সাত বছর ধরে এ রকম একটি ছবির জন্য লেগে ছিলেন। শেষমেশ সেই স্বপ্ন ধরা দেয় তাকে। বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের শীর্ষে বাজ পরার এমন বিরল ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। সেই সঙ্গে রীতিমতো তারকা হয়ে ওঠেন ফটোগ্রাফার জোহাইবও। সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ শেয়ার হয়েছে তার তোলা ছবিটি।