ঘন কুয়াশায় ময়মনসিংহে সড়ক দুর্ঘ্টনায় নিহত-১

0
32

আজ ১৫ জানুয়ারী কুয়াশার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজির শিমলায় পাঁচটি ট্রাক ও বাসের সংঘর্ষে আবুল হোসেন নামে একজন বাসের হেলপার নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্িত করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকজনক বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোরে ত্রিশালের কাজির শিমলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালু ভর্তিএকটি ট্রাকের সাথে ঢাকাগামী শেরপুর চেম্বার অব কমাস্ঈেঙচণ;র একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। একই সময় দুর্ঘটনা কবলিত বাসটির পিছনে পরপর আরো তিনটি বাস ধাক্কা দেয়। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। ঘটনাস্থলেই নিহত হয় শেরপুর চেম্বার অব কমাস্ এন্ড ইন্ডাস্ট্রিজের হেলপার আবুল হোসেন।

খবরপেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তিন ঘন্টা চেষ্টায় হতাহতদের উদ্ধার করে।এই দুর্ঘটনার কারনে ঢাকা-ময়মনসিংহ রোডের একপাশে তিনঘন্টা যান চলাচল বন্ধ থাকে। রাস্তার পাশে অবৈধ বালু ব্যবসা ও ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন।

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here