পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় বাতিল

0
0

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন দেশটির একটি আদালত। এর আগে গত ১৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় পারভেজকে মৃত্যুদণ্ডাদেশ দেন তিন সদস্যের ইসলামাবাদের একটি বিশেষ আদালত। এরপর লাহোর হাইকোর্টে ওই আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করেন তিনি।

আজ সোমবার পারভেজ মোশাররফের পক্ষের শুনানি শেষে তার বিরুদ্ধে গঠন করা বিশেষ আদালতকেই অসাংবিধানিক বলে রায় দেন লাহোর হাইকোর্ট। এ ছাড়া তিন সদস্য বিশিষ্ট লাহোর কোর্ট বলেছে, ‘যেভাবে ওই মামলা করা হয়েছে, তাও আইনসম্মত হয়নি।’

রায়ের পর মোশাররফের এক আইনজীবী বলেন, ‘এই রায়ের পর থেকেই মোশাররফ মুক্ত।’

১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ক্ষমতায় আসাঁ পারভেজ মোশাররফ ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন।

২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারি করে সংবিধান বাতিলের ঘটনায় ২০১৩ সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here