খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মহালছড়ি জোনের আয়োজনে মহালছড়ি স্টেডিয়ামে শুরু হয়েছে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২০। ১১ জানুয়ারি (শনিবার) বিকাল ৩ টার সময় মহালছড়ি ষ্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে মহালছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মনজুরুল হাসান পিএসসি বেলুন উড়িয়ে জোনকাপ ফুটবল টুর্ণামেন্টে-২০২০ এর শুভ উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, মহালছড়ি থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম , মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও মহালছড়ি আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ির বিশিষ্ট শিক্ষানুরাগী প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারী, মহালছড়ি বাজার সভাপতি সুনীল দাশ, কাঠ ব্যাবসায়ি সমিতির সভাপতি আনোয়ার হোসেন (আনু), আলোর ফেরিওয়ালা সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অংশগ্রহণকৃত প্রতিটি ফুটবল টিমের টিম ম্যানেজারসহ শত শত ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উক্ত জোনকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহণ করতেছে। উদ্বোধনী খেলায় শেখ রাসেল স্পোর্টিং ক্লাব ২-০ গোলে রাধামন স্পোটিং ক্লাবকে পরাজিত করে জয়ী হয়।
মিল্টন চাকমা কলিন, মহালছড়ি প্রতিনিধি