জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ,অর্থ মন্ত্রানালয়ের অর্থায়নে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী শুরু হয়ে প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী ইমদাদুল দুলাল, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার নুসরাত জাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবসহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সাংবাদিক, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনের মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার নুসরাত জাহান খানের সভাপতিত্বে¡ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব এর পরিচালনায় আলোচনা সভায়। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী ইমদাদুল দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন আকন, যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, মফিজুর রহমান পিন্ট। উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীরু শামসুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, শিশু একাডেমি কর্মকর্তা ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা সাইফুল ইসলাম আতিক প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ প্রতিনিধি