ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাবুল ইসলাম (৪৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের তমিজ উদ্দীনের ছেলে। তার লাশও নিয়ে গেছে বিএসএফ। ১৭১ বিএসএফের বারোঘরিয়া ক্যাম্প কমান্ডারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির।
বিজিবি জানায়, শনিবার ভোরে সাবুল ইসলামসহ কয়েকজন মিলে পাড়িয়া সীমান্তের ৩৮৭ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা কাঁটাতারের পাশে লাশ পড়ে থাকার খবর বিজিবিকে জানায়।
বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির জানান, ভারতের পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের লাশ দেশে ফেরত দেওয়ার কথাও জানিয়েছে তারা।