সিরিয়া-ইরাক সীমান্তে বিমান হামলা, ৮ যোদ্ধা নিহত

0
0

সিরিয়া-ইরাক সীমান্তে ইসরায়েলি হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির ৮ যোদ্ধা নিহত হয়েছেন। ইরানের সংবাদ সংস্থা পার্স টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, ইরাক সীমান্তের কাছে সিরিয়ার পূর্বাঞ্চলে কয়েক দফা বিমান হামলায় এ হত্যাকাণ্ড ঘটনায় ইহুদিবাদী ইসরায়েল। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যেসব সংগঠন সক্রিয়ভাবে লড়াই করেছে হাশদ আশ-শাবি হচ্ছে তার একটি।

ব্রিটেনভিত্তিক একটি মানবাধিকার সংস্থা ‘‌সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস‌’ জানিয়েছে, আজ শুক্রবার সকালের দিকে ইসরায়েলি বিমান থেকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় বেশকিছু ট্রাক ও অস্ত্র গুদামে হামলা চালানো হয়। এতে হাশদ আশ-শাবির ৮ যোদ্ধা নিহত হয়েছেন।

অবশ্য সিরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সিরিয়ান অবজারভেটরি হামলার নেপথ্যে ‘অজ্ঞাতপরিচয় বিমান’র কথা বলেছে। তবে লেবাননের গণমাধ্যম আল-মায়াদিন সিরিয়া-ইরাক সীমান্তে বিমান হামলা ইসরায়েল চালিয়েছে বলে খবর প্রকাশ করেছে।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দুর রহমান জানান, বিমান হামলায় হাশদ আশ-শাবির অন্তত আটজন নিহত হয়েছেন। সিরিয়া এবং ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন লড়াই করলেও ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন সেনারা প্রায় সময়ই এসব সংগঠনের উপর বিমান হামলা চালায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here