পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্দেহভাজন ইসলামি জঙ্গি হামলায় ২৫ সেনা নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী। এ সময় নাইজারের প্রতিরক্ষা বাহিনীর গুলিতে হামলাকারীদের ৬৩ জন নিহত হয়েছে বলেও জানানো হয়েছে।
নাইজারের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলে মালি সীমান্তের কাছে চিনাগোদরার এলাকার সেনাবাহিনীর একটি টহল চৌকিতে এ হামলা হয়। হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।
গত মাসেও চিনাগোদরারের পশ্চিমে অন্য একটি টহল চৌকিতে জঙ্গি হামলায় ৭১ সেনা নিহত হয়েছিল। বৃহস্পতিবার সন্দেহভাজন জঙ্গিরা মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে চেপে টহল চৌকির দিকে অগ্রসর হতে থাকলে সেনা ও বিমানবাহিনী প্রতিরোধ গড়ে তোলে। এ সময় হামলাকারীদের মধ্যে ৬৩ জন নিহত হয়। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে দেশটির সরকার।