ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যায় ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এরই মাঝে গত বুধবার ১৮০ আরোহী নিয়ে ইরানে বিধ্বস্ত হয়েছে একটি ইউক্রেনীয় বিমান। ইরান এটিকে নিছকই দুর্ঘটনা বললেও ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটিকে বিধ্বস্ত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
দ্য নিউইয়র্ক টাইমস তাদের অনলাইন ভার্সনে এ দাবির পক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে। ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কোনো বস্তুর আঘাতে বিমানটিতে আগুন লেগে যায়। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে বিমানটি বিস্ফোরিত হয়। ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে দ্য নিউইয়র্ক টাইমস বলেছে, তারা এ ভিডিওটি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস থেকে সংগ্রহ করেছে।
এদিকে, এ বিমান ‘দুর্ঘটনায়’ ৬৩ কানাডীয় নাগরিক নিহত হয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে এ ‘দুর্ঘটনা’ তদন্তেরে আহ্বান জানিয়েছেন। গত বুধবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় ইউক্রেনের একটি বিমান। এর ১৮০ আরোহীর কেউ বেঁচে নেই। এ বিমানটি বিধ্বস্ত হওয়া নিয়ে নানা কল্পনা-জল্পনা থাকলেও ইরান এটাকে দুর্ঘটনা হিসেবে দাবি করেছে।
গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ইরানিরা এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে এ হামলায় তাদের কোনো সৈন্য নিহত হননি।