মানুষ – তুলোশী চক্রবর্তী

0
0

মানুষ

————————
মন আর হুশ নিয়ে
নাকি হয় মানুষ
আমার তো মনে হয়
উভয়ই জ্বলন্ত ফানুস,

বাইরে থেকে দেখে দুটোই
লাগে চমৎকার
ভেতরটা খুঁজতে গেলে
বোঝা যায় পরিমান বিভৎসতার,

দিকভ্রান্ত যদি হয়
মেঘের কান্নার
বিপথি হুশ জ্বালিয়ে দেবে
গোটা বিশ্ব সংসার,

আহারে যারা নর খাদক
ব্যবহারে জানোয়ার
সেখানেতে মন খোঁজা
পরিচয় বোকামিতার,

মন হীন তুমি গুলো থাকুক সুখে
তাদের পরীদের দেশে
হৃদয় যেনো তাদের মাটি না হয়
অন্তর আত্মার বাহির শেষে,

ওগো বুঝলো না
মানুষ বুঝলোনা
মরুভুমির পাথর হওয়া
মনের যন্ত্রনা,

প্রিয় জন বা সন্তানদের হাসি মুখ
সবাই দেখতে চায়
কভু কষ্টে যেনো বদন তাদের
মলিন না হয়ে যায়,

জ্ঞানী বলো কর্মী বলো কিংবা মনহীন মানব
সবাই আজ বিপথগামী,
তবু তাদের হাজার ক্ষমা করেন
ভগবান,আল্লাহের মতো অন্তরযামী,

হে মানুষ,যে করলো তোমায়
শত শত ক্ষমা,
অমানুষের মতো কেনো
সেই পরমপিতার মুল্য বোঝ না?

তুলোশী চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here