ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রপ্তোরকৃত ধর্ষক আগে থেকেই কুর্মিটোলায় ‘ওৎ’ পেতে ছিলেন বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট সারোয়ার বিন কাশেম। আজ বুধবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে র্যাবের অভিযানে ভোরবেলা ধর্ষক মজনুকে গ্রেপ্তার করে র্যাব।
ব্রিফিংয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, ‘ওখানে সে (ধর্ষক) ওৎ পেতেই ছিল। ওৎ পেতে থাকার উদ্দেশ্যটা হলো- সে কুর্মিটোলা হাসপাতালে গিয়েছিল প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য। তখন সেখান থেকে সে (ধর্ষক) বের হয়ে এসে রাতের বেলা অন্ধকারে একটি মেয়ের ব্যাগ দেখতে পায়, স্বভাবতই নিজেকে আলোড়িত বোধ করেছিল এবং যার কারণে সে মেয়েটিকে ধরেছিল।’ তিনি বলেন, ‘সে আগে থেকেই ওৎ পেতে ছিল এবং কেউ আসলেই সে ওই কাজ করবে।