১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এম.পি বলেন আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করে কারচুপির সুযোগ নেই। কারণ এখানে যন্ত্র কথা বলবে। আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না উল্লেখ করে তিনি বলেন আসন্ন ঢাকা সিটি নির্বাচন নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পরিচালনা করবে। ঢাকাবাসী স্বতর্স্ফূতভাবে নির্বাচনে অংশ নিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।
তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে আওয়ামী লীগের গত এক বছরে জনগণের মূল্যায়নের বছর। ঢাকাবাসী আগামীতে মশক ও ডেঙ্গু এবং মাদকমুক্ত পরিচ্ছন্ন ঢাকা দেখতে চায়। বিনয়ের সাথে জনগণের কাছে গিয়ে নিজেদের ক্লিন ইমেজের যোগ্য প্রার্থীদের জন্য ভোটে সমর্থনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপি বিগতদিনের কার্যকলাপের কথা চিন্তা করে কেন তাদের পক্ষে ভোট দিবেন বলেও জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন তিনি। নির্বাচনের মাঠ থেকে সরে না যাওয়ার জন্যও তিনি বিএনপির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ¯েœহের ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ব্যারিস্টার তাপস। তাপস যদি নির্বাচিত হয় সবচেয়ে বেশী কাজ হবে দক্ষিণে। ক্লিন ইমেজের প্রার্থী হলো ব্যারিস্টার তাপস। তাপস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য যে দাবি করবেন মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তাপস হচ্ছে শেখ মনির সন্তান। তিনি সবার প্রিয় মানুষ।
আজ ৮ জানুযারি ২০২০ইং রোজ বুধবার সকাল ১১.০০টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মো. রফিকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এম.পি।
বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এড. কামরুল ইসলাম এম.পি, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, ডা. দিলীপ রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, আওয়ামী লীগ নেতা নাহিদ হোসাইন, মোতাছিম বিল্লাহ, অভিনেত্রী প্রণীল, যুবলীগ নেতা বদিউল আলম বদি, মিরাজ হোসেন, কন্ঠশিল্পী বৃষ্টি রানী সরকার, অধ্যক্ষ আহসান সিদ্দিকী, রোকনউদ্দিন পাঠান প্রমুখ।