সেতুর আশেপাশে বালু উত্তোলন বা বালুমহাল করা যাবে না এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ এতে পিলারের সাপোর্ট নষ্ট হয়ে সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে। মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, সুগন্ধা নদীর ভাঙ্গন হতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) রক্ষার্থে ৩.৭৬৫ কিলোমিটার নদী তীরে স্থায়ী রক্ষাপ্রদ কাজ প্রকল্পটি অনুমোদন দেয়ার সময় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। তিনি বলেন, এতে ব্রীজের পিলারের সাপোর্ট নষ্ট হয়ে ব্রিজ ডিসপ্লেস হতে পারে।
এম এ বলেন, প্রকল্পটি ২৮৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে চলতি সময় থেকে ২০২২ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। একনেক সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, সেতুর আশাপাশে নদীতে নাব্যতা রক্ষা করতে হবে। নদীর নাব্যতা ঠিক করতে ড্রেজিং করতে হবে। আবার এমনভাবে ড্রেজিং করা যাবে না যাতে নদীর পাড় ভেঙ্গে যায়। সেতু প্রতিস্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন নতুন নির্মাণ হলে পুরনো সেতুগুলো বিক্রি করে দেয়া বা অন্য কোথায় সেতুর মালামাল কাজে লাগানো যায় কী না সে বিষয়ে লক্ষ রাখতে হবে। এছাড়া সভায় ‘জরা জীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ন পয়েন্টে বিদ্যমান বেইলী সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন (ঢাকা জোন)’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।