কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ‘অনভিপ্রেত’ কিছু ঘটলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে নিজের চেম্বারে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন ড. কামাল। ড. কামাল হোসেন বলেন, ‘অতি সম্প্রতি মিডিয়ার তথ্যের আলোকে আমরা অবগত হয়েছি যে, খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তার (খালেদা জিয়া) স্বাস্থ্যের গুরুতর অবনতির কারণে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করছি। খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করায় আমরা নিন্দা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তার সমুদয় দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’ খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা চিন্তা করে তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অবিলম্বে তার মুক্তি দাবি করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা। আজ মঙ্গলবার বেলা ১১টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের এ বৈঠক হয়। ঐক্যফ্রন্ট নেতারা প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনা করেন।
জাতীয় ঐক্যফ্রন্টের এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী ও সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ।