ইউপি চেয়ারম্যানের বলে কথা

0
0

 

সামাউল ইসলাম সাগর, তার পরিচয় তিনি যশোরের চৌগাছা উপজেলার ৩নং সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদলের ছেলে ।তাই নিজ বাড়িতে সরকারি বরাদ্দের ১ লাখ ৮ হাজার ৭৮০ টাকা মূল্যের সৌর বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহার করছেন ।এই সৌর বিদ্যুতের প্যানেল বরাদ্দ দেয় সরকার সুবিধা বঞ্চিতদের জন্য। কিন্তু সেই সুবিধা বঞ্চিতরা বঞ্চিত হলো তাদের প্রাপ্য থেকে।
তথ্যানুসন্ধানে জানা যায় ২০১৮-১৯ অর্থ বছরে ওই ইউনিয়ন পরিষদের সৌর বিদ্যুতের সরকারি বরাদ্দের মাধ্যমেই তিনি নিজের ছেলের নামে নিজ বাড়িতেই এই এসি সোলার স্থাপন করেছেন।যা নিয়ে ইউনিয়নের সাধারন মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে চৌগাছা উপজেলার সৌরবিদ্যুৎ স্থাপনের কাজে নিয়োজিত (আর ডি এফ) রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার সেলিম রেজা জানান ২০১৮-১৯ অর্থবছরের ইউনিয়নের সোলারে সরকারি বরাদ্দের ৭০০ ওয়াট সরবরাহ ক্ষমতার একটি সৌর বিদ্যুতের বরাদ্দ পেয়েছেন এই সামাউল ইসলাম সাগর। নিয়ম অনুযায়ী আমরা তার বাসায় সেটি লাগিয়ে দিয়ে এসেছি।কে এই সামাউন জানতে চাইলে তিনি বলেন সামাউল বর্তমান ইউপি চেয়ারম্যানের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার রা সুবিধাভোগী হতে পারবে না। তিনি যদি এটা লাগিয়ে থাকেন তবে তিনি অন্যায় করেছেন। এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল বলেন, হ্যাঁ আমি আমার ছেলের নামে একটি এসি সোলার নিয়েছি।চেয়ারম্যান হিসেবে আপনি সরকারি এই ধরণের সুবিধা নিতে পারেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন,আসলে অন্যান্য চেয়ারম্যানরা নিয়েছে তাই আমিও নিয়েছি। কোন কোন চেয়ারম্যান নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন শুকপুকুরিয়া ইউনিয়নের তোতা চেয়ারম্যান নিয়েছেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here