সোলায়মানির জানাযায় ইমামতি করলেন খোমেনি, তেহরানে লাখো মানুষের ঢল

0
0

সোলায়মানির জানাযায় ইমামতি করলেন খোমেনি, তেহরানে লাখো মানুষের ঢল, জানাজায় উপস্থিত ছিলেন ইরানের সকল পর্যায়ের শীর্ষ নেতারা। জানাযা চলাকালে তাদের সকলকে কাঁদতে দেখা যায়। জানাযায় অংশ নিতে ভোররাত থেকে সারা তেহরান থেকে লাখ লাখ মানুষ তেহরান বিশ্ববিদ্যালয়ের জুমার নামাজের চত্বরে আসতে থাকেন। এ সময় জনতার হাতে জেনারেল সোলাইমানি ও আবু মাহদি আল-মুহানদিসের ছবি শোভা পাচ্ছিল। তারা ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরাইল নিপাত যাক’, ‘আমার ভাইকে যারা মেরেছে তাদেরকে হত্যা করব’ ইত্যাদি স্লোগান দেন।

এক প্রত্যক্ষদর্শী দাবি করেন এই জানাযায় দেশটির সাবেক সর্বোচ্চ নেতা খোমেনির জানাযার চেয়ে বেশি লোক অংশ নিয়েছেন। ১৯৮৯ সালে এই জানাযায় ৫০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিলেন বলে জানা যায়। তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে জানাযা শেষে সোলাইমানিসহ বাকিদের লাশ তেহরানের ইনকিলাব চত্বর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে আযাদি স্কয়ারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোলায়মানির মরদেহ ইরানের দক্ষিণে ধর্মীয় নগরী কোমে নেয়া হয়। কোম নগরীতে নামাজে জানাযা শেষে জেনারেল সোলাইমানির লাশ মঙ্গলবার তার জন্মস্থান কেরমান প্রদেশে নেয়া হবে এবং সেখানে শেষ জানাযার নামাজ শেষে তার ইচ্ছে অনুযায়ী সেখানেই তাকে দাফন করা হবে।

ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন। তাদের মরদেহ শনিবার ইরাকের কাজেমাইন, বাগদাদ, কারবালা ও নাজাফ শহরে নিয়ে যাওয়া হয় এবং আলাদা আলাদা নামাজে জানাযায় অংশগ্রহণ করেন লাখ লাখ ইরাকি নাগরিক। এরপর তাদের মরদেহ রোববার ভোররাতে ইরানে আনা হয়। প্রথমে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আহওয়াজ এবং এরপর উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে জানাযা শেষে তাদের লাশ গতরাতে তেহরানে পৌঁছায়।প্রতিটি শহরের জানাযার নামাজে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here