পটুয়াখালীতে প্রতিদিন ১০ ঘণ্টা করে ২৫ দিন বিদ্যুৎ থাকবে না

0
0

পটুয়াখালীতে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের কন্ডাক্টর পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধির জন্য পটুয়াখালী জেলার অধিকাংশ এবং বরগুনা জেলার আমতলী, তালতলী ও বেতাগী উপজেলায় ২৫ দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিদ্যুৎ বিভাগ থেকে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্তারুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ জানুয়ারি শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলার অধিকাংশ এলাকায় এবং বরগুনা জেলার আমতলী, তালতলী ও বেতাগী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বন্ধ থাকার কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here