যুবলীগের কথিত সমবায় বিষয়ক সম্পাদক ও ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৯৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চত করেন। তিনি বলেন, ‘আসামি জিকে শামীমের বিরুদ্ধে দায়ের হওয়া গুলশান থানার ২৯(৯)১৯ নম্বরের মানিলন্ডারিং আইনের মামলায় সিআইডি এ আবেদন করেছিলেন।’
আবেদনে বলা হয়, জিকে শামীম ও অন্য আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নিজ নামীয় লাইসেন্সকৃত অস্ত্র প্রকাশ্যে বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় বাস টার্মিনাল, গরুর হাট-বাজার নিয়ন্ত্রণসহ চাঁদাবাজি করে স্বনামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হন। দীর্ঘদিন ধরে চাঁদাবাজির নামে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে দেশে ও বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে স্থানান্তরসহ নিজের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ টাকা গচ্ছিত রাখেন। আসামি জিকে শামীম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, নয় হাজার ইউএস ডলার, ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার ১০টি এফডিআর, ৩২টি ব্যাংক অ্যাকাউন্ট ও চেক বইসহ গ্রেপ্তার হন।
আবেদনে আরও বলা হয়, মামলার তদন্তে আসামিদের নামে দেশের বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ টাকার লেনদেন পরিলক্ষিত হয়। মামলার তদন্তকালে জিকে শামীমের ব্যাংক হিসাব ও এফডিআর-এ গচ্ছিত অর্থের তথ্য পাওয়া যায়। ব্যাংক হিসাব ও এফডিআর অবরুদ্ধ করা না হলে আসামি যেকোনো সময় হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রক্রিয়া গ্রহণ করতে পারেন বা হিসাবসমূহের অর্থ বিদেশেও প্রেরণ করতে পারেন, যা পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হয় না। ওই হিসাবগুলোতে কয়েকশ কোটি টাকা রয়েছে বলেও সিআইডির আবেদনে বলা হয়।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশি মদসহ জিকে শামীমকে গ্রেপ্তার করে র্যাব। পাশাপাশি তার অফিস থেকে বিপুল পরিমাণ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। এই ঘটনায় র্যাব বাদী হয়ে গুলশান থানায় অস্ত্র, অর্থ পাচার ও মাদক মামলা করে। ইতিমধ্যে অস্ত্র মামলায় শামীমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে র্যাব।