বিভিন্ন দিবস ও শীতকালীন ১২ দিনের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্লাসসূমহ শুরু হচ্ছে সোমবার থেকে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানিয়েছেন, সোমববার (৬ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের ক্লাস-পরীক্ষা শুরু হবে এবং আগামীকাল রোববার সকল অফিসসূমহ খোলা থাকবে কিন্তু কোন ধরণের ক্লাস হবে না ।
উল্লেখ্য, শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ আগামী ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি এবং ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অফিসসমূহ বন্ধ ছিল। তবে, আবাসিক হলসূমহ খোলা ছিল।
রাকিব হোসেন
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি