সুপার ওভারে যাওয়া ম্যাচটাকে জিতে নিল কুমিল্লা। নায়ক মুজিব উর রহমান। ক্রমাগত ফুললেংথে বোলিং করে সুপার ওভারে মাত্র ৭ রান দিয়েছেন তিনি। বিপরীতে জবাব দিতে নামা কুমিল্লা সৌম্য সরকারের উইকেট হারালেও জয় পেতে কষ্ট হয়নি। এর আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও এবাদত হোসেন ও শেরফানে রাদারফোর্ডের বোলিং তোপে শেষমেশ ১৪০ রানে থেমে যায় কুমিল্লা।
১৪১ রানের লক্ষ্যে ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সিলেট থান্ডার। তাতে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে উঁকি দিচ্ছিল বড় পরাজয়। কিন্তু শেষ দিকে দারুণ আশা দেখায় দলটির লোয়ার অর্ডার। বল হাতে সিলেটের এবাদত হোসেন ৪ ওভারে ৩৩ রান খরচে নিয়েছেন ৩ উইকেট। সমান ওভারে ১৯ রান খরচে ৩ উইকেট নিয়েছেন রাদারফোর্ড। এছাড়া ২ উইকেট গেছে সোহাগ গাজীর দখলে।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৪০/৯ (থারাঙ্গা ৪৫, ফন জিল ১০, সৌম্য ৫, সাব্বির ১৭, ইয়াসির ৫, ভিসা ১৫, অঙ্কন ১৯*, আবু হায়দার ৭, সানজামুল ০, মুজিব ৩; নাভিন ৪-০-২৫-০, ইবাদত ৪-০-৩৩-৩, সোহাগ ৩-০-২৩-২, নাঈম ২-০-১২-০, মনির ৩-০-২১-০, রাদারফোর্ড ৪-০-১৯-৩)।
সিলেট থান্ডার: ২০ ওভারে ১৪০ (চার্লস ০, রনি ২, মিঠুন ১৩, রাদারফোর্ড ১৫, ফ্লেচার ১, মিলন ১৩, সোহাগ ৫২, নাঈম ০, নাভিন ১৫, মনির ১৬*, ইবাদত ৩*; সানজামুল ৪-০-২৪-১, মুজিব ৪-০-১২-৪, ভিসা ৪-০-৩১-১, আল আমিন ৪-০-৩০-২, সৌম্য ২-০-২২-০, আবু হায়দার ২-০-১৭-০)।
ফল: ম্যাচ টাই, সুপার ওভারে কুমিল্লা জয়ী
ম্যাচসেরা: মুজিব উর রহমান।